Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ১নং বুড়ইল ইউনিয়ন পরিষদ

নন্দিগ্রাম উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো ০১নং বুড়াইল ইউনিয়ন  কাল পরিক্রমায় আজও বুড়াইল ইউনিয়ন শিক্ষাসংস্কৃতিধর্মীয় অনুষ্ঠানখেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় সমুজ্জ্বল হয়ে রয়েছে

নাম – ১নং বুড়াইল ইউনিয়ন পরিষদ

খ) আয়তন – ৫৭ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা –৪৪,৭১২ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ৪৭ টি।

ঙ) মৌজার সংখ্যা – ৪১ টি।

চ) হাট/বাজার সংখ্যা -৬ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।

জ) শিক্ষার হার – ৫০%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

সরকারী প্রাথমিক বিদ্যালয়- ২৪টি,

বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০টি,     

উচ্চ বিদ্যালয়ঃ ৩টি,

মাদ্রাসা- ৩টি।

দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ জিয়াউর রহমান জিয়া

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ১ টি।

ট) ঐতিহাসিক/দর্শনীয় স্থান-০১টি

আইলপুনিয়া দরবার শরিফ

ঠ) ইউপি ভবন স্থাপন কাল –১৯৩৬ ইং

গ্রাম সমূহের নাম –

খেংশহর, নুন্দহ, কামুল্যা,সিংজানী,মরাদপুর,দোলাসিংড়া,নামাসিংড়া,রাজবাড়ী,চাপিলাপাড়া,সোহাগীপাড়া,আইলপুনিয়া,তেঘরী,কহুলী,ভদ্রদিঘী,দাসগ্রাম,বিরপলি,বুড়ইল,সরিষাবাদ,কদমকুড়ি,বড়ইচড়া,শালুকাপাড়া

চন্ডিপুর,ধুন্দার ,আপুছাগাড়ী,চকরামদেবপুর,দোহার,রিধইল,সিংড়াখালাস,সিধইল,কৈগাড়ী,চকশংকরপুর,তুলাশন,মাঝিপাড়া,হাজারকী,পেং,গন্ধবপুর,রতনদিঘী

ইউনিয়ন পরিষদ জনবল –

          ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

         ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

         ৩) গ্রাম পুলিশ – ১০ জন।